হ্যালো পাঠকবৃন্দ,
আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি শাহরিয়ার ইবনে আলম এবং আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে অন্য ব্যাংক থেকে আপনার সেলফিনে (CellFin) টাকা পাঠাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল টপিকে চলে চাই।
সেলফিন (CellFin) কি?
সেলফিন (CellFin) হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (IBBL)-এর একটি ডিজিটাল মোবাইল ওয়ালেট এবং ডিজিটাল ব্যাংকিং সেবা। এটি একটি মোবাইল অ্যাপ-ভিত্তিক প্ল্যাটফর্ম, যা ২০২০ সালে চালু হয়েছে এবং বর্তমানে প্রায় ৩৪ লক্ষেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এর মাধ্যমে ব্যাংকে না গিয়ে ঘরে বসেই অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যাংকিং সেবা উপভোগ করা যায়। এটি শরিয়াহ-ভিত্তিক ব্যাংকিংয়ের সাথে আধুনিক ডিজিটাল সুবিধা প্রদান করে, যেমন টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ ইত্যাদি।
এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর চ্যানেল বা মাধ্যমগুলো:
বর্তমানে বাংলাদেশের প্রতিটি ব্যাংকের-ই মোবাইল অ্যাপ রয়েছে যার মাধ্যমে খুব সহজেই এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়। তো এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রে ৩টি চ্যানেল বা মাধ্যম রয়েছে। সেগুলো হলো:
১. NPSB বা IBFT: NPSB বা IBFT হচ্ছে অটোমেটিক পদ্ধতি। এর মাধ্যমে ইনস্ট্যান্ট ১ টাকা থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত (পারসোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং কর্পোরেট বা বিজনেস অ্যাকাউন্ট হলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত) এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যায় এবং সাথে সাথেই প্রাপকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়।
২. BEFTN বা EFT: BEFTN বা EFT এটি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতি। এর মাধ্যমে আপনি ১ টাকা থেকে শুরু করে ৩ লাখ বা ৫ লাখ টাকা পর্যন্ত এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। BEFTN বা EFT মাধ্যমে টাকা পাঠালে প্রাপকের অ্যাকাউন্টে টাকা জমা হতে ১ থেকে ৩ কার্যদিবস পর্যন্ত সময় লাগে।
৩. RTGS: RTGS সাধারণত বড় বড় দেনদেনের ক্ষেত্রে ব্যববার করা হয়ে থাকে। RTGS এর মাধ্যমে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত ক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
অন্য ব্যাংকে থেকে সেলফিনে (CellFin) টাকা পাঠানোর নিয়ম:
১. প্রথমে যে ব্যাংক থেকে সেলফিনে (CellFin) টাকা পাঠাতে চান সে ব্যাংকের অ্যাপে লগিন করুণ।
২. এরপর সেই ব্যাংকের অ্যাপ থেকে Fund Transfer বা এ ধরণের অপশন পাবেন। সেখান থেকে Other Bank Transfer -এ ক্লিক করুন।
৩. এরপর যে মাধ্যমে টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করুণ। যেমন: NPSB.
৪. এরপর ব্যাংক সিলেক্ট করার অপশন পাবেন, সেখান থেকে Islami Bank Bangladesh সিলেক্ট করুণ।
৫. এরপর জেলা (City) চাইলে সেখানে Dhaka অথবা Dhaka-South সিলেক্ট করুণ।
৬. এরপর ব্রাঞ্চ (Branch) এর যায়গায় Truncation Point সিলেক্ট করুণ।
৭. যদি রাউটিং নাম্বার (Routing) এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে 125270007 লিখতে হবে।
৮. এরপর Account Holder Name এর যায়গায় আপনি যার সেলফিন (CellFin) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই সেলফিন (CellFin) অ্যাকাউন্ট যার নামে খোলা তার সঠিক নামটি লিখবেন।
৯. এরপর Account Number এর যায়গায় আপনি যার সেলফিন (CellFin) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই সেলফিন (CellFin) অ্যাকাউন্টের ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে যেটি 358 দিয়ে শুরু। যেমন: 3581 2345 6789 0
১০. এরপর টাকা পাঠনোর কাজ সম্পন্ন করতে হবে।
আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
0 মন্তব্যসমূহ