যেভাবে আপনার মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের মোবাইল নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করবেন এবং যেকোনো ব্যাংক থেকে মেঘনা পে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন।

 

হ্যালো পাঠকবৃন্দ,

আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি শাহরিয়ার ইবনে আলম এবং আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের মোবাইল নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করবেন এবং যেকোনো ব্যাংক থেকে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে এবং আপনার কোনো বন্ধু-বান্ধব / আত্নীয়-স্বজন / ক্লয়েন্ট যদি আপনাকে ব্যাংকের মাধ্যমেই টাকা পাঠাতে চায়, সেক্ষেত্রে আপনি আপনার মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের মোবাইল নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করে টাকা রিসিভ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই।

মেঘনা পে (MeghnaPay) কি?

মেঘনা পে (MeghnaPay) হলো মেঘনা ব্যাংক লিমিটেডের একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (MFS) এবং ডিজিটাল ওয়ালেট অ্যাপ। এটি বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের জন্য চালু করা হয়েছে, যা ব্যবহারকারীদের সহজ, নিরাপদ এবং দ্রুত আর্থিক লেনদেনের সুবিধা দেয়। যেকোনো মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র (NID) থাকলেই এর সেবা ব্যবহার করা যায়, এবং এটি ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়াই অনেকের জন্য আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে। এর মাধ্যমে ক্যাশ-ইন/আউট, মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, অ্যাড মানি, অনলাইন পেমেন্ট সুবিধা পাওয়া যায়।

যেভাবে আপনার মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের মোবাইল নাম্বারকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করবেন:

আপনার মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলা, সেই মোবইল নাম্বারটিকেই আপনি ব্যাংক একাউন্ট নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং যে নামে খোলা সেই নামটিকে ব্যাংকের Account Holder Name নাম হিসেবে ব্যবহার করবেন। এবং যেহেতু মেঘনা পে (MeghnaPay) মেঘনা ব্যাংক লিমিটেডের (MGBL) -এর প্রতিষ্ঠান, সেহেতু ব্যাংকের নাম হিসেবে এখানে আপনাকে মেঘনা ব্যাংক লিমিটেডের (MGBL) -এর নাম ব্যবহার করতে হবে। জেলা বা City হিসেবে Dhaka অথবা Dhaka-South দিতে হবে। ব্রাঞ্চ হিসেবে MFS-Meghna Bank Ltd ব্যবহার করতে হবে। রাউটিং নাম্বার চাইলে 275275552 এটি ব্যবহার করতে হবে। পুরো বিষয়টি ক্লিয়ারলি বোঝার জন্য আমি নিচে আলাদা আলাদা করে লিখে দিচ্ছি।

Bank Name: Meghna Bank Ltd (MGBL)
Account Holder Name: মেঘনা পে অ্যাকাউন্টটি যার নামে খোলা, তার নামটি হবে ইংরেজিতে।
Account Number: মেঘনা পে অ্যাকাউন্টটি যেই মোবাইল নাম্বার দিয়ে খোলা, সেই নাম্বারটি হবে।
City: Dhaka অথবা Dhaka-South দিতে হবে।
Branch: MFS-Meghna Bank Ltd
Routing Number: 275275552

বিঃদ্রঃ মেঘনা পে (MeghnaPay) শুধুমাত্র BEFTN সাপোর্ট করে। তাইশুধুমাত্র  EFT / BEFTN এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

যেভাবে অন্য ব্যাংক থেকে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন:

পদ্ধতি-১:

১. প্রথমে যে ব্যাংক থেকে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সে ব্যাংকের অ্যাপে লগিন করুণ।

২. এরপর সেই ব্যাংকের অ্যাপে Fund Transfer বা এ ধরণের অপশন পাবেন। সেখান থেকে Other Bank Transfer -এ ক্লিক করুন।

৩. এরপর যে মাধ্যমে টাকা পাঠাবেন সেটি সিলেক্ট করুণ। যেমন: EFT / BEFTN. মনে রাখবেন, মেঘনা পে (MeghnaPay)  শুধুমাত্র BEFTN সাপোর্ট করে। তাইশুধুমাত্র  EFT / BEFTN এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন।

 ৪. এরপর ব্যাংক সিলেক্ট করার অপশন পাবেন, সেখান থেকে Meghna Bank Ltd (MGBL) সিলেক্ট করুণ।

৫. এরপর জেলা (City) চাইলে সেখানে Dhaka অথবা Dhaka-South সিলেক্ট করুণ।

৬. এরপর ব্রাঞ্চ (Branch) এর যায়গায় MFS-Meghna Bank Ltd সিলেক্ট করুণ।

৭. যদি রাউটিং নাম্বার (Routing) এর প্রয়োজন হয়, সেক্ষেত্রে 275275552 লিখতে হবে।

৮. এরপর Account Holder Name এর যায়গায় আপনি যে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্ট যার নামে খোলা তার সঠিক নামটি লিখবেন।

৯. এরপর Account Number এর যায়গায় আপনি যে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের ১১ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখতে হবে।

১০. এরপর টাকা পাঠনোর কাজ সম্পন্ন করতে হবে।

পদ্ধতি-২:

১. আপনি যে ব্যাংকের অ্যাপ থেকে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান সে ব্যাংকের অ্যাপে যদি MFS Transfer এর অপশন থেকে থাকে এবং সেখানে যদি মেঘনা পে (MeghnaPay) -তে Fund Transfer এর অপশন থাকে, তাহলে আপনি সরাসরি MFS Transfer অপশন থেকে মেঘনা পে (MeghnaPay) সিলেক্ট করুন।

২. এরপর মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টের নাম ও নাম্বার চাইবে। নামের যায়গায় আপনি যে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্ট যার নামে খোলা তার সঠিক নামটি লিখবেন এবং নাম্বারের যায়গায় আপনি যে মেঘনা পে (MeghnaPay) অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই মেঘনা পে (MeghnaPay) কাউন্টের ১১ সংখ্যার মোবাইল নাম্বারটি লিখতে হবে।

৩. এরপর টাকা পাঠনোর কাজ সম্পন্ন করতে হবে।

আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ